Noakhali Murder News 21.03.2016 (3) Images

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর জেলা শহর মাইজদীর বেগমগঞ্জ উপজেলাধীন অনন্তপুর গ্রামে ফুটবল খেলার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বুধবার (২৩ মার্চ) সকালে বেগমগঞ্জ থানায় লিপিবদ্ধ হওয়া মামলায় একই এলাকার সাজুকে প্রধান সহ ৮ জনের নাম উল্লেখ করে আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে প্রধান আসামী সাজুর বড় বোন মুন্নী ও ফারজাহানাকে আটক করা হয়েছে। তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে। অন্য আসামীদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সোমবার নোয়াখালীর জেলা শহর মাইজদীর বেগমগঞ্জ উপজেলাধীন অনন্তপুর গ্রামে ফুটবল খেলার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাজিব, ছাত্রলীগ নেতা ওয়াসিম ও ইয়াসিন সহ বিভিন্ন সময়ে ৩ জন মারা যায়।