12063684_1124945760883645_4072288754251803843_n

 

নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালী: আজ (মঙ্গলবার ২১ মার্চ ২০১৬ ) সকাল ৮টা থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে প্রথম ধাপে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচনের ভোট গ্রহন চলছে।

১৫১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপুর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।

জেলার সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৮টি ইউনিয়নে ৮৩ হাজার ৫৯৬ জন পুরুষ ও ৭৯ হাজার ৪১০জন নারীসহ মোট ১ লাখ ৬৩ হাজার ৬ জন ভোটার রয়েছেন।

অপরদিকে, হাতিয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৫০জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৭টি ইউনিয়নে ১ লাখ ১৯ হাজার ৩৮৬ জন পুরুষ ও ৭২ হাজার ১৩৪ জন নারীসহ মোট ১ লাখ ৯১ হাজার ৫২১ জন ভোটার রয়েছেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হয়ৈছে। ভোট কেন্দ্রে ৯৬৫ জন পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র‌্যাব, কোষ্টগার্ড ও আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া ১০ জন নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাচন কমিশনের ৫টি পর্যবেক্ষক দল কাজ করবে।
##
নোয়াখালী প্রতিনিধি
তারিখ: ২২ মার্চ ২০১৬