946199_955077937903628_6943857141179832273_n

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় চাপরাশিরহাট পূর্ব বাজারে তেলের দোকান ভৌমিক ট্রেডার্স থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পাশ্ববর্তী ১৭টি দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। 

946199_955077937903628_6943857141179832273_n 12400671_1717648388511331_7932821381632494088_n

আগুনে পুড়ে যাওয়া অন্যান্য দোকানগুলো হলো— আলেয়া ট্রেডার্স, মা স্বর্ণ শিল্পালয়, ইসমাঈলের কাপড় দোকান, কাশেমের ফলের আড়ৎ, নুর মোহাম্মদদের দধী দোকান, সিরাজ হোমিও হল, সোহাগ এস. এস ফার্ণিচার, জে.এম সৌর বিদ্যুৎ, নাছেরের ফল দোকান, ফারুকের মুদি দোকান, হাজারীর মাছের আড়ৎ, ছিদ্দিক আইস ফ্যাক্টরী, সাত্তারের মৃত্তিকা আড়ৎ, সাত্তার কোকারিজ, বাবুল কসমেটিকস, শেখ ফরিদের কনফেকশনারী দোকান।  
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেন। 
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক জানান, যেহেতু ঘটনার সময় বিদ্যুৎ ছিল না, তাই বিড়ি সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।