
হাতিয়ার চেয়রম্যান প্রার্থীরা হচ্ছেন:
চরঈশ্বর ইউনিয়নে- আলা উদ্দিন আজম (আওয়ামী লীগ) নৌকা, আশরাফুল হক (স্বতন্ত্র) টেলিফোন, ফজলে রাব্বি (স্বতন্ত্র) মোটরসাইকেল, মনজুরুল হক (স্বতন্ত্র) টেবিল ফ্যান, আবদুল হামিদ (স্বতন্ত্র) আনারস, সালমা আক্তার (স্বতন্ত্র) চমশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চরকিং ইউনিয়নে- মহি উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ) নৌকা, বেলাল উদ্দিন (স্বতন্ত্র) মোটরসাইকেল, নাজিম উদ্দিন (স্বতন্ত্র) টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তমরদ্দিন ইউনিয়নে- ফখরুল ইসলাম (আওয়ামী লীগ) নৌকা, আলা উদ্দিন (বিএনপি) ধানের শীষ, ফখরুল আহমেদ (স্বতন্ত্র) আনারস, মাহবুব উল আল (স্বতন্ত্র) মোটরসাইকেল, কামাল উদ্দিন (স্বতন্ত্র) টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুড়িরচর ইউনিয়নে- জিয়া আলী মোবারক (আওয়ামী লীগ) নৌকা, নাছির উদ্দিন (বিএনপি) ধানের শীষ, আবদুল মোতলেব (স্বতন্ত্র) রজনীগন্ধা, আমিনুল হক (স্বতন্ত্র) আটোরিকশা, আব্দুল গণি (স্বতন্ত্র) মোটরসাইকেল, আমির হোসেন (জাতীয় পার্টি) নাঙল, ইউছুফ (স্বতন্ত্র) টেবিল ফ্যান, হারুন উর রশিদ (স্বতন্ত্র) ঘোড়া, রেকা আলি মোবারক (স্বতন্ত্র) চশমা, শত্তকত হোসেন (স্বতন্ত্র) আনারস, সাহেদ মোহাম্মেদ শফি উল্যাহ (স্বতন্ত্র) টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোনাদিয়া ইউনিয়নে– আহমেদ শরীফ (স্বতন্ত্র) ঘোড়া, নজরুল ইসলাম (আওয়ামী লীগ) নৌকা, জোবায়ের হোসেন (বিএনপি) ধানের শীষ, ইসমাইল (স্বতন্ত্র) টেবিল ফ্যান, ইয়াছিন আরাফাত (স্বতন্ত্র) আনারস, নরুল আফসার রাহাত (স্বতন্ত্র) চমশা, কামাল উদ্দিন (স্বতন্ত্র) ঢোল, সাঈদ উদ্দিন (স্বতন্ত্র) টেলিফোন, মহি উদ্দিন (স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিঝুমদ্বীপ ইউনিয়নে- বোরহান উদ্দিন (আওয়ামী লীগ) নৌকা, ইব্রাহিম (বিএনপি) ধানের শীষ, আব্দুল মালেক (জাতীয়পার্টি) নাঙল, ফরহাদ উদ্দিন (স্বতন্ত্র) টেলিফোন, তাজুল ইসলাম (স্বতন্ত্র) চমশা, সাইফুল্যাহ (স্বতন্ত্র) আনারস, সারওয়ার (স্বতন্ত্র) ঢোল, দিদার উদ্দিন (স্বতন্ত্র) ধুতি পাতা, নজিম উদ্দিন (স্বতন্ত্র) মোটরসাইকেল, শাহাদাত হোসেন (স্বতন্ত্র) টেলিফোন, সেলিনা আক্তার (স্বতন্ত্র) রজনীগন্ধা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাহাজমারা ইউনিয়নে- এ টি এম সিরাজ উদ্দিন (আওয়ামী লীগ) নৌকা, মাছুম বিল্লাহ (স্বতন্ত্র) আনারস, ইউছুফ (স্বতন্ত্র) টেলিফোন, সাখওয়াত হোসেন (স্বতন্ত্র) মোটরসাইকেল ও জাফুল্যাহ হিল মজিদ (বিএনপি) ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৫০জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৭টি ইউনিয়নে ১ লাখ ১৯ হাজার ৩৮৬ জন পুরুষ ও ৭২ হাজার ১৩৪ জন নারীসহ মোট ১ লাখ ৯১ হাজার ৫২১ জন ভোটার রয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply