
কবিরহাট প্রতিনিধি
কবিরহাট: নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ৫’হাজার ৩’শ ৭৩ ভোট পেয়ে মেয়র পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জহিরুল হক রায়হান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু পেয়েছেন ২’হাজার ২’শ ৪০ ভোট।
রোববার রাত ৮টার দিকে কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ৩’হাজার ১’শ ৩৩ ভোটে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের ভোটগ্রহণ সম্পূর্ণ হয়। কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও প্রকাশ্যে সিল দেওয়ার অভিযোগে দুপুর পৌনে ২টার দিকে আলীপুর ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকাল ১১টার দিকে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন স্ব-স্ব প্রিজাইডিং অফিসারগণ।
এছাড়াও দুপুর সাড়ে ১২টার দিকে কবিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অপরদিকে দুপুর ১টার দিকে আলীপুর ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে রুবেল (২২) ও জহির (২০) নামের দুই যুবককে আটক করে পুলিশ। পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবরাউল হাসান মজুমদার তাদের প্রত্যেককে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/২০ মার্চ ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply