news_img

কবিরহাট প্রতিনিধি-

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে জোর করে ব্যাটল ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগে দুই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে। কেন্দ্র দুটির ব্যালট বক্স্র সহ সব নির্বাচনী সামগ্রী উপজেলা নির্বাচন অফিসে নিয়ে আসা হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ বৃষ্টি আসলে একদল লোক ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকে। এ সময় অনুকূল পরিবেশ না থাকায় ভোট গ্রহণ স্থগিত করে দেন প্রিজাইডিং অফিসার শামসুল ইসলাম। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪০৫।

দুপুর দুইটার দিকে আলীপুর ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল উশৃঙ্খল লোক ব্যালট পেপার ছিনিয়ে বাক্সে রাখার অভিযোগে ভাট গ্রহণ স্থগিত করে দেন প্রিজাইডিং অফিসার এনামুল হক। এরআগে জাল ভোট দেয়ার দায়ে জহিরুল(২০) ও রুবেল (২২) নামে দুই যুবককে ছয় মাসের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাশফিকুল হক। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬১৪। এই কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ সহ চার জন আহত হয়।

এর আগে পৌরসভার ৯টি কেন্দ্রে সকাল আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব সদস্য, পুলিশের তিনটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশের ষ্টাংকিং ফোর্স, ছয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি পর্যক্ষেক্ষক দল কাজ করছে।

কবিরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৭ জন।