jail-600-400_22916

কবিরহাট প্রতিনিধি:
এদিকে কবিরহাট পৌরসভার নির্বাচনে ৮ নং কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ২ যুবককে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দুপুরে আলিপুর ও ঘোষবাগ ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমান আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক এ আদেশ দেন।

এর আগে পৌরসভার ৯টি কেন্দ্রে সকাল আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব সদস্য, পুলিশের তিনটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশের ষ্টাংকিং ফোর্স, ছয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি পর্যক্ষেক্ষক দল কাজ করছে।

##