news_img

কবিরহাট প্রতিনিধি-

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে ইন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, সকাল সাড়ে ১১টার একদল লোক ভোট কেন্দ্র প্রবেশ করে জোরপূর্বক ব্যাল ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা চালায়। এ সময় সংশ্লিস্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামসুল ইসলাম ভোট গ্রহণ স্থগিত করে দেন। বন্ধ হওয়া কেন্দ্রের ভোটার সংখ্যা ১ হাজার ৪শত ৫জন।

এর আগে পৌরসভার ৯টি কেন্দ্রে সকাল আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব সদস্য, পুলিশের তিনটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশের ষ্টাংকিং ফোর্স, ছয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি পর্যক্ষেক্ষক দল কাজ করছে।