file

কবিরহাট: উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ৩৯টি কক্ষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুতে ভোটরদের উপস্থিতি কম হলেও ধিরে ধিরে উপস্থিতি বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পৌরসভার ৯টি কেন্দ্রে ৬৬৭৬ জন পুরুষ ও ৬৭২১ জন নারীসহ মোট ১৩৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী না থাকায় দুইজন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনিত জহুরুল হক রায়হান নৌকা ও বিএনপির মোস্তাফিজুর রহমান মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান জানান, সকাল থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যরা নিয়োজিত রয়েছে।