নোয়াখালী | তারিখঃ March 19th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 306 বার

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক একাত্তর টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি মিজানুর রহমানের মামা বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় তাকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি ও ঘাড়ের পাশে হাড়ে ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হন। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিওরোলজি বিভাগে প্রেরণ করা হয়।
গোলাম মোস্তফা ভূ্ইঁয়ার বড় ছেলে মহসিন জানান, তার বাবা শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে মহান স্বাধীনতা ও জতীয় দিবস উদযাপন বিষয়ে একটি সভা করে রাত সাড়ে ৮ টার সময় উপজেলার সামনে রাস্তার পার হওয়ার সময় দ্রুত গামী একটি সিএনজি অটো রিকশা তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্থাণীয় এলাকাবাসী তাকে উদ্ধার পরে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মাইজদী বেসরকারী প্রাইম হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়।
এদিকে তিনি আহত হওয়ার খবর শুনে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ড. রহিমা খাতুন, জেলা সমাজ সেবা ও সোনাইমুড়ী আই হসিপাটালের প্রকল্প পরিচালক আবদুর রহমান, বিভিন্ন গনমাধ্যম কর্মীসহ সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
নিজস্ব প্রতিনিধি/জিকেআরটি/১৯ মার্চ ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply