Snapshot - 6

সদর উপজেলা প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সংস্থার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো: আলাউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, শিবপুর সুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক আ.ফ.ম ইসমাইল শিবলী, সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম দুলাল।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এরআগে ছাত্রছাত্রীদের মনোঞ্জ সাংস্কৃতিক পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

সদর উপজেলা প্রতিনিধি/জিকেআরটি/১৯মার্চ২০১৬