Snapshot - 1
মো: ফিরোজ উদ্দিন
হাতিয়া প্রতিনিধি :
হাতিয়া চর কিং ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিনের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহির সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। হামলায় ৯ জন ছরা গুলিতে আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে হাতিয়ার কিলা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ৯ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

Snapshot - 2

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুল হায়দার র্ছরা গুলিতে ৯ জন আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিছুল হক উভয়ের সমর্থকদের মধ্যে আধিপত্ত বিস্তার কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় বলে জানান।
হাতিয়া প্রতিনিধি/১৯মার্চ ২০১৬