DSC_0273

নোবিপ্রবি প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আপ্যায়ন।

সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। ক্রমান্বয়ে হলসমূহ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কেটে উপাচার্য মহোদয় বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ঘোষণা করেন। এরপর পার্শ্ববর্তী এলাকার স্কুলগুলো হতে আগত শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাননীয় উপাচার্য এতে সভাপতিত্ব করেন। মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, শিক সমিতির সভাপতি জনাব মেহেদী মাহমুদুল হাসান, এগ্রিকালচার বিভাগের প্রভাষক জনাব সোহরাব হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো: রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন, নিরাপত্তা কর্মকর্তা জনাব এসএম সায়েম, ছাত্র প্রতিনিধি বাপ্পি প্রমুখ। কর্মসূচীসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী; তাঁর নেতৃত্বেই এদেশের মানুষ মুক্তি অর্জন করেছে, তারা পেয়েছে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। বাল্যকাল হতেই তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলী পরিলতি হয়েছে যা দেখে অনেকেই তাঁর সোনালী ভবিষ্যতের পূর্বাভাস করেছেন এবং যা পরবর্তীতে সত্যে পরিণত হয়েছে। পরিশেষে তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

DSC_0778

উপ-উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। এ ধরণের ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে বেশি পাওয়া যায়না। তাঁর দৃঢ় নেতৃত্ব গুণেই এ দেশবাসী তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক ত্যাগের বিনিময়ে এ দেশকে স্বাধীন করে। তিনি আরও বলেন, আমাদেরকে সকলকে স্ব স্ব অবস্থান থেকে অপরের কল্যাণে এগিয়ে আসতে হবে; তাহলেই আমরা জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে পারবো।

রেজিস্ট্রার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে; এ জন্যে তাঁকে অনেক আত্মত্যাগ করতে হয়েছে; জীবনের সোনালী সময়গুলোকে তাঁকে কারাগারের অন্ধকার প্রকোষ্টেই কাটাতে হয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যাদের জন্য তাঁর এত অবদান তাদেরই কিছু বিপদগামীর হাতে অল্প কয়েক বছরের মাথায় তিনি স্বপরিবারে শাহাদাত বরণ করেন।

আলোচনা সভা শেষে উপাচার্য মহোদয় চিত্রাংকন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক জনাব আফসানা মৌসুমী।