2016_03_09_18_37_04_7leRdc0HGvJMZS3rNdQultVS1HIFKf_original

কোম্পানীগঞ্জ  প্রতিনিধি:

৩১মার্চ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৩৯জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫৮জন সাধারণ সদস্য পদে ২৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। 
কমিশনের তথ্য অনুযায়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন— সিরাজপুর ইউনিয়নে মো. নুর নবী চৌধুরী (নৌকা), মাইন উদ্দিন (ধানের শীষ), মো. জামাল উদ্দিন (চশমা) এবং মো. বেলায়েত হোসেন (আনারস)। 
চরপার্বতী ইউনিয়নে মোজাম্মেল হোসেন কামরুল (নৌকা), নুরুল আমিন (ধানের শীষ), আজিজুল হক (লাঙ্গল), মোহাম্মদ হানিফ (মোটরসাইকেল) এবং মো. আবুল বাশার (আনারস)। 
চরহাজারী ইউনিয়নে মো. নুরুল হুদা (নৌকা), আবুল কালাম আজাদ (ধানের শীষ), মো. আবদুল লতিফ (লাঙ্গল), আব্দুল হালিম (মোটরসাইকেল), গোলাম হোসেন (আনারস), নুরুজ্জামান স্বপন (অটোরিকশা) এবং শাহজাহান (চশমা)।
চরকাঁকড়া ইউনিয়নে মো. সফি উল্যাহ (নৌকা), মো. মোশারফ হোসেন (ধানের শীষ), আবু বকর ছিদ্দিক হারুন (হাতপাখা), ফখরুল ইসলাম সবুজ (মোটরসাইকেল) এবং মো. গোলাম ফয়সল (আনারস)। 
চরফকিরা ইউনিয়নে জামাল উদ্দিন (নৌকা) ও রইছ উদ্দিন (ধানের শীষ)। 
রামপুর ইউনিয়নে ইকবাল বাহার চৌধুরী (নৌকা), আনসার উল্যাহ (ধানের শীষ), শহিদুল ইসলাম (হাতপাখা), দেলোয়ার হোসেন (মোটরসাইকেল), মো. আলাউদ্দিন (অটোরিকশা) এবং শরিফ উদ্দিন (আনারস)। 
মুছাপুর ইউনিয়নে নজরুল ইসলাম শাহীন (নৌকা), নুরুল আলম শিকদার (ধানের শীষ), নুর উল্যাহ (হাতপাখা), আবু সলিম মো. মহি উদ্দিন (মোটরসাইকেল) এবং মো. নুরুল হুদা চৌধুরী (আনারস)। 
চরএলাহী ইউনিয়নে আবদুর রাজ্জাক (নৌকা), আবদুল মতিন তোতা (ধানের শীষ), আবদুল গনি (রজনীগন্ধা), মো. আবদুর রব (মোটরসাইকেল) এবং মাইন উদ্দিন ইকবাল (আনারস)।