file

পরিবেশ দূষণজনিত রোগব্যাধি ও দূর্ঘটনায় বিশ্বে প্রতি বছর ১২ কোটি ৬০ লাখ মানুষ মারা যাচ্ছে বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, শিশু ও পঞ্চাশোর্ধ মানুষরা অধিক সংখ্যায় পরিবেশ দূষণের শিকার হয়। বিভিন্ন ধরনের দূষণের মধ্যে বায়ু, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন, রাসায়নিক পদার্থ, রঞ্জনরশ্মি,শব্দদূষণ, পেশাগত ঝুঁকি, আবহাওয়ার পরিবর্তন, জমিতে বিষাক্ত সারের ব্যবহার, দালানকোটা ও রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি।

বিশ্বে প্রতি বছর যত সংখ্যক মানুষ মারা যাচ্ছে তাদের শতকরা ২৩ ভাগের মৃত্যু পরিবেশ দূষণের সাথে জড়িত। পরিবেশদূষণজনিত কারণে ১০ ধরনের অসংক্রামক রোগে প্রতি বছর  ৮ কোটি ২০ লাখ মানুষের মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পূণম ক্ষেত্র পাল মঙ্গলবার এক বিবৃতিতে মানব জীবন রক্ষার্থে সুস্থ পরিবেশ গড়ে তোলার প্রতি সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন দক্ষিণ এশিয়া অঞ্চলে নিরাপদ পনি ও স্বাস্থ্যসন্মত স্যানিটেশন নিশ্চিত করা চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।

পরিবেশ দূষণজনিত কারণে মোট ১২ কোটি ৬০ লাখ মৃতের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩ কোটি ৮০লাখ, পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৩ কোটি ৫০ লাখ, আফ্রিকাতে ২ কোটি ২০ লাখ, ইউরোপীয় অঞ্চলে ১ কোটি ৪০ লাখ, পূর্ব মেডিটেরিয়ানে ৮লাখ ৫৪ ও পূর্ব আমেরিকাতে ৮ লাখ ৪৭ হাজার মানুষ মারা যায়। শতকরা ২৬ভাগ মৃতের বয়স পাঁচ বছরের নীচে।

প্রতিবেদনে আরো বলা হয়, পরিবেশ দূষণের ফলে মোট মৃত ১২ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে ৮ কোটি ২০ লাখ ১০ ধরনের অসংক্রামক রোগব্যাধিতে আক্রান্ত হয়।

শীর্ষ দশ অসংক্রামক রোগব্যাধির মধ্যে সর্বোচ্চ সংখ্যকের মৃত্যু হয় স্ট্রোকজনিত রোগে। এরোগে বছরে বিশ্বব্যাপি  ২ কোটি ৫০ লাখের মৃত্যু হয়। এছাড়া ইসকিমিক হার্ট ডিজিজে  ২ কোটি ৩০ লাখ, অনিচ্ছাকৃত আঘাতে ১ কোটি ৭০লাখ, ক্যান্সারে আক্রান্ত ১ কোটি ৭০লাখ, জটিল শ্বাসকষ্ট রোগে  ১ কোটি ৪০ লাখ মারা যায়, ডায়রিয়াতে ৮ লাখ ৪৬হাজার, শ্বাসতন্ত্রেও সংক্রমন ৫ লাখ ৬৭ হাজার, নবজাতক ২ লাখ ৭০ হাজার, ম্যালেরিয়াতে ২ লাখ ৫৯ হাজার ও ইচ্ছাকৃত আঘাতে ২ লাখ ৪৬ হাজার মাুনষ মারা যায়।