1

নিজস্ব প্রতিনিধিঃ
বর্ন্যাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনের ৭ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নোয়াখালী প্রেসকাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেসকাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) নবজ্যোতি খিসা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আবু তাহের, নোয়াখালী প্রেসকাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল হোসেন বিষাদ, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক (এপিপি), এডভোকেট বেলাল হোসেন, এডভোকেট আবদুল মান্নান, নারী নেত্রী লাকি আক্তার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নোয়াখালীর সভাপতি বঙ্গ বিপ্লব ও সাংবাদিক সজীব, ছাত্রলীগ নোত রাকিবসহ আরো অনেকে।

বক্তারা বাংলাদেশ প্রতিদিনের ধারাবাহিক সাফল্য ধরে রেখে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে চলার জন্য আহ্বান জানান। এর আগে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং দেশের শীর্ষস্থানীয় এ দৈনিকের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আরো সংগতি প্রকাশ করেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফুয়াদ হোসেন,

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু, একুশে টিভির জাহিদুর রহমান শামিম, সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, এডভোকেট নুর নবী চৌধুরী, নোয়াখালী কর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এবিএম মহিউদ্দিন চৌধুরী বাহার, চৌমুহনী প্রেসকাবের সভাপতি আশরাফ সিদ্দিকি বাবু ও সাধারন সম্পাদক ইয়াকুব নবী ইমন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি জাহানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।