IMG_0515

সোনাইমুড়ী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নে হিজবুত তাওহিদের নেতাকর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটককৃতদের মধ্যে ১১১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। অপর ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের নোয়াখালী আমলি আদালত-৩ (বেগমগঞ্জ-সোনাইমুড়ী)’এ হাজির করলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের হিজবুত তাওহিদ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ওই সংগঠনের ১১৪ নেতাকর্মীকে মঙ্গলবার দুপুরে নোয়াখালী আমলি আদালত-৩’এ হাজির করে পুলিশ। পরে আদালতের বিজ্ঞ বিচারক তাদের মধ্যে ১১১জনকে ৫৪ধারায় কারাগারে ও ৩ জনকে পুলিশি পাহারায় চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।