সারাবিশ্ব | তারিখঃ March 14th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 488 বার

আর্ন্তজাতিক ডেস্ক:
বিয়ে হচ্ছে ২০ বছরের তরুণী উর্বশীর (ছদ্মনাম)। বাড়িভর্তি অতিথি। ধীর লয়ে বাজছে সানাই। মেহেদি দিয়ে সাজানো হচ্ছে কনের দু হাত। বিয়েকে উপলক্ষ করে চারদিকে কতই না আনন্দ! এর মধ্যেই হঠাৎ শোনা গেল হৃদরোগে আক্রান্ত হয়েছে কনে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিন্তু পরীক্ষার পর চিকিৎসক জানালেন, হাসপাতালে আসার আগেই মারা গেছে সে। সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দিলেন। শেষে জানা গেল আসল ঘটনা। বিয়ের মাত্র একদিন আগে মেয়েকে নিজ হাতে হত্যা করেছেন তারই মা।
শনিবার রাতে ভারতের রাজধানী দিল্লির সিলামপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।
ধরা পড়ার পর ঘাতক মা পুলিশকে বলেছেন, বিয়ের আগের দিন রাতে তিনি জরুরি প্রয়োজনে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে তার ঘরে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ওই যুবক তাদেরই বাড়িতে ভাড়া থাকে। উর্বশীর মাকে দেখে যুবকটি পালিয়ে যায়। কিন্তু উর্বশী কোথায় যাবে! তার ওপর হামলে পড়েন রাগে দিশেহারা মা। তিনি উর্বশীর মুখে বালিশ চাপা দিয়ে ধরেন। এতে দমবন্ধ হয়ে মারা যায় সে।
পরে তিনি বিয়েবাড়ির লোকজনকে বলেন তার মেয়ে হার্ট অ্যাটাক হয়েছে। তিনি ও তার ছেলে মিলে উর্বশীকে দিল্লির লোক নায়ক হাসপাতালে নিয়ে যান। কর্তৃব্যরত চিকিৎসকরা জানান তাদের মেয়েটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পরে পুলিশের কাছে আসল ঘটনা খুলে বলেন উর্বশীর মা। এ ঘটনায় উর্বশীর মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।
নিহত উর্বশীর পরিবার দিল্লির নিকটস্থ মিরুতের বাসিন্দা। কয়েক বছর আগে তার বাবা মারা যান। এরপর সংসারের হাল ধরেন তার ভাই। সে স্থানীয় এক কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত। উর্বশীর বিয়ে ঠিক হয়েছিল গাজিয়াবাদের এক ব্যবসায়ীর সঙ্গে। রোববার বিয়ের পিড়িতে বসার কথা ছিল মেয়েটির।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply