2016_03_09_18_37_04_7leRdc0HGvJMZS3rNdQultVS1HIFKf_original

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২য় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সংরক্ষিত মহিলা আসনে দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন, চরহাজারী সংরক্ষিত ১ ওয়ার্ডে মহিলা মেম্বার পদে দিলারা আক্তার, মুছাপুর ইউনিয়নের সংরক্ষিত ২ওয়ার্ডে বিবি ছায়েরা খাতুন।