2016_03_09_18_37_04_7leRdc0HGvJMZS3rNdQultVS1HIFKf_original

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রোববার বিকেল ৫ টা পর্যন্ত আ’লীগ,বিএনপি ও জাতীয় পার্টির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অনেকে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র যারা প্রত্যাহার করেছেন, সিরাজপুর ইউনিয়নের নাজিম উদ্দিন মিকন, চরপার্বতী ইউনিয়নের মোশাররফ হোসেন (বিপ্লব), ইস্কান্দার হায়দার (জাহাঙ্গীর), মোঃ আবদুল হালিম, মোঃ নাজিম উদ্দিন নিজাম, মুছাপুর ইউনিয়নের আইয়োব আলী, ইকবাল বাহার চৌধুরী।

বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রত্যাহার কারীরা হলেন, চরফকিরা ইউনিয়নের আবু ছায়েদ (রিপন), রামপুর ইউনিয়নের কাজি একরাম। চরএলাহি ইউনিয়ন জাতীয় পার্টি থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক।

মেম্বার পদে মনোনয়ন পত্র প্রত্যাহার কারীরা হলেন, সিরাজপুর ইউনিয়নের তপন বৈষ্ণনব, মোঃ ইসমাইল হোসেন, মিজান, মোঃ জহির হোসেন, মোঃ শাহিন, শরিফ উল্যাহ, দেলোয়ার হোসেন, চরপার্বতী ইউনিয়নের মোঃ হোসেন, মোঃ কামাল উদ্দিন,নুর মোহাম্মদ, চরহাজারী ইউনিয়নের বেলাল হোসেন, মোঃ আবদুল হাই, সন্তোষ কুমার মজুমদার, নুরুল আমিন, আবু জাহেদ, চরকাঁকড়া ইউনিয়নের মোশারফ হোসেন, ছালা উদ্দিন, আহছান উল্যা, চরফকিরা ইউনিয়নের ওজি উল্যাহ, মোহাম্মদ বেলায়েত হোসেন, মোঃ সবুজ, ফিরোজ আলম, কামাল পাশা, রামপুর ইউনিয়নের আবু জাহেদ, নুরুল আমিন, মোঃ আলমগীর হোসেন, মুছাপুর ইউনিয়নের মোসলে উদ্দিন, তাহেরা বেগম, খতিজা বেগম, চরএলাহি ইউনিয়নের মোস্তাফিজুর রহমান।