Road-Accident1-md20160109091244

সেনবাগ প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার পৌর এলাকায় একটি মাটিবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক সবুজ (২৮) নিহত হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার বাতানিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক সবুজ বাতানিয়া গ্রামের হামিদ আলীর ছেলে। সে ট্রাক্টর চালক।

স্থানীয়রা জানায়, চালক সবুজ দুপুরের দিকে তার মাটি ভর্তি ট্রাক্টরটি নিয়ে পৌরসভার বাতানিয়া এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে সবুজ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ট্রাক্টর চালক সবুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।