একেই বলে ভালবাসা! শ্বশুর আর পুত্রবধূর অটুট সম্পর্ক। তাই তো একই দিনে মুক্তি পেতে চলেছে ‘তিন’ এবং ‘সর্বজিৎ’। প্রথমটা অমিতাভ বচ্চনের ছবি আর পরেরটা ঐশ্বর্যা রাই বচ্চনের। ২০ মে মুক্তি পাবে ছবি দু’টি। একই দিনে ছবি মুক্তি পেলে তারকাদের মধ্যে জেতা-হারার একটা লড়াই চলে। এবার সেই লড়াইয়ের ময়দানে শ্বশুর-পুত্রবধূ। দেখা যাক, বক্স অফিসের দৌড়ে কে জেতেন। আবার এমনও হতে পারে, ভালবাসার চোটে লড়াই-বিমুখ হয়ে গেলেন অমিতাভ-ঐশ্বর্যা!image