file (4)

ডেস্ক :: কাজের খোঁজে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে কেরালা রাজ্যে গিয়েছিলেন গৃহহীন যুবক মফিজুল রহিম। দুই সপ্তাহেও কাজ খুঁজে না পেয়ে নিজের গ্রামে ফেরার কথা ভাবছিলেন তিনি। গ্রামে বাঁধের ওপরের অস্থায়ী ঘরেই ফিরবেন। ঠিক তখনই কি না ঘুরে গেল ভাগ্যের চাকা। রাজ্য সরকারের হাসপাতাল গড়ার কাজে অনুদানের জন্য ‘করুণয়া’ লটারির টিকেট কিনে জিতলেন এক কোটি রুপির প্রথম পুরস্কার। বাংলাদেশি টাকায় যা প্রায় এক কোটি ১৭ লাখ টাকা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৪ মার্চ কোঝিকোড়ের ভেল্লিমাদাকুন্নু থেকে ১০ রুপির লটারি টিকেট কিনেছিলেন মফিজুল। পরের দিনই এর ড্র অনুষ্ঠিত হয়। আর তাতেই এক কোটি টাকার পুরস্কারটি পান গৃহহীন শ্রমিক মফিজুল।

পুরস্কার পাওয়ার পর মফিজুল জানান, তাঁর এক বন্ধুর কাছে লটারির ফলের খবর শুনে মিলিয়ে দেখেন প্রথম পুরস্কারের টিকেট তাঁর হাতে। প্রথমে বিশ্বাস না হলেও নম্বরটি আবার মিলিয়ে মফিজুল ছুটলেন থানায়। তাঁর আশঙ্কা ছিল অন্য কোনো শ্রমিক যদি যদি তাঁর মারধর করে টিকেটটা কেড়ে নেয়! পুলিশ সব শুনে তাঁকে নিয়ে যান ব্যাংকে। সেখানে অ্যাকাউন্ট খুলে পুলিশের নিরাপত্তায় টাকা ব্যাংকে জমা করেন তিনি।

এদিকে আজ বৃহস্পতিবার নিজের গ্রামে ফিরছেন মফিজুল। হঠাৎ পাওয়া এই টাকাগুলো দিয়ে পরিবারের জন্য নাকি বড় পরিকল্পনা আছে তাঁর।