Noakhali Pic11.03.16

নোয়াখালীর পাতা ডেস্ক:
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসকাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা শাখা।

সংবাদ সম্মেলনে পদ-আপ গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবী জানানো হয়।

আগামী ৩১ মার্চের মধ্যে বেতন বৈষম্য নিরসনের সুস্পষ্ট ঘোষণা না আসলে ১ এপ্রিল জাতীয় প্রেসকাবে কেন্দ্রিয় কমিটি সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাছউদুর রহমান মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ,প্রচার সম্পাদক মো. ইলিয়াছ মামুনসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।