10402867_10208984316224889_9180699059475049071_n-474x330

ডেস্ক: নোয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেম গুরুতর অসুস্থ। গত ৬ মার্চ তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নোয়াখালীর প্রাইম হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহিনুল আলম ও ড. এম এ হাই এর তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তার স্বজনরা।