file

নোয়াখালীর পাতা ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলার পৌরসভার সোনাপুর গ্রামে আড়াই কেজি (৩৩০ পুরিয়া) গাঁজাসহ আবুল হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ওই পৌরসভার সোনাপুর গ্রামের মৃত শেখ আহাম্মেদের ছেলে।

সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মীর্জা মো. হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাপুর গ্রাম থেকে ৩৩০ পুরিয়া গাঁজাসহ আবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।