02

নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালী মা ও শিশু কল্যান কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে সৃষ্টি করা হয়নি পদ। চলছে ডেপুটেশনে চার জন ভিজিটর (পরিবার পরিকল্পনা নির্দেশিকা ) দিয়ে। এমন অবস্থায় হত দরিদ্র মা ও শিশুদের কল্যানে আসছেনা এ কল্যান কেন্দ্রটি।

মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে কেন্দ্রটি ২০০৫ সালে যাত্রা শুরু করে। ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটির শয্যা সংখ্যা ১০ টি। কাগজে-কলমে এখানে গর্ভবতী মায়েদের প্রসব সেবা, জটিল গর্ভ খালাস, গর্ভোত্তর পরিচর্যাসহ মা ও শিশুদে জন্য সব ধরনের সেবার ব্যবস্থা আছে। সিজারিয়ার অপারেশনের জন্য আছে উন্নতমানের যন্ত্রপাতি।

এ্যামোকিনিক ও এ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় ৩/৪ বছর ধরে বন্ধ আছে সিজারিয়ান অপারেশন। এমনটা জানান রোকেয়া বেগম, ভিজটর।

01

স্বাস্থ্য কেন্দ্রটির মহিলা ওয়ার্ড, ডক, এ্যাসিসট্যান্ট, পোস্ট অপারটিভ রুমসহ প্রায় সব কটি কক্ষ ফাঁকা বা তালাবদ্ধ। দুইজন ডাক্তার থাকার কথা। নেই একজনও। চারজন ভিজিটর আছেন ডেপুটেশনে। প্রশিক্ষিক ডাক্তার না পেয়ে সেবা নিতে আসা গর্ভবতী মহিলারা পড়ছেন নানা সমস্যায়।

জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক বলেন, জনবল সংকটের কথা র্দীঘদিন ধরে বন্ধ আছে সিজারিয়ান অপারেশন।

নোয়াখালীর পাতা ডেস্ক/নিজন্ব প্রতিনিধি/১০ মার্চ ২০১৬