12814223_937592563003360_3436723606682817939_n (1)

আজ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্যোগ পাবো না ভয়, দুর্যোগতে আমরা করবো জয়’।

এ উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে দেশজুড়ে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যলয়ে প্রস্তুতি দিবসের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এছাড়া ও সহ স্ব স্ব বিভাগের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এবার প্রথমবারের মতো ১০ মার্চ দিবসটি পালিত হচ্ছে।