ছবি: সিডিএসপির উদ্যোগে নারী দিবস পালন

ছবি: সিডিএসপির উদ্যোগে নারী দিবস পালন

নোয়াখালীর পাতা ডেস্ক:
“অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প (সিডিএসপি)।

কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিডিএসপির আওতাভুক্ত নারীদের বিভিন্ন সমস্যার খোঁজ খবর নেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) আহমেদ কবির, ইফাদ সুপারভিশন মেম্বার জিপ এবং মারিয়া, সিডিএসপির এডভাইজার আইরিন সুলতানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের প্রায় ৭০ শতাংশ নারী ভূমিজ ও আর্থিক সম্পদ থেকে বঞ্চিত। সম্পদের মালিকানার েেত্র লিঙ্গবৈষম্য নারীদের তুলনামূলকভাবে অধিক দারিদ্রর মধ্যে ঠেলে দেয়। স্থানীয়ত্বশীল উন্নয়ন ল্যমাত্রা নিশ্চিত করতে হলে নারীর সম্পদ-মর্যাদা ও মজুরি বৈষম্য দূর করতে হবে।

নোয়াখালীর পাতা ডেস্ক/নিজস্ব প্রতিনিধি/০৯ মার্চ ২০১৬