DSC_0252

নোবিপ্রবি প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উদ্্যাপন উপলক্ষে এই প্রথমবারের মত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গঠিত কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে কেক কেটে কর্মসূচীর উদ্বোধন; র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন মাননীয় উপাচার্যের সহধর্মিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. জিনাত হুদা অহিদ। এ সময় অন্যান্যের মধ্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক জনাব আফসানা মৌসুমী, শিক্ষক সমিতির সভাপতি জনাব মেহেদী মাহমুদুল হাসান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো: রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন ও মহিলা সম্পাদক জনাব জিনাত আরা চৌধুরী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

DSC_0123

এরপর অনুষ্ঠিত হয় একটি র‌্যালি; র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশে ৭২ এর সংবিধানে স্পষ্টভাবে নারী-পুরুষ সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী নীতি প্রণয়ন করা হয়েছে। শিক্ষানীতির মধ্যেও নারীর সম-অধিকারের বিষয়টি নিশ্চিতের কথা বলা হয়েছে। তবে নারীকে তার নিজের ভূমিকা সম্পর্কেও সচেতন হতে হবে। পরিশেষে আন্তর্জাতিক নারী দিবস উদ্্যাপনের উদ্যোগ নেয়ায় মাননীয় উপাচার্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, আলোচনা, স্লাইড শো ও গেম শো অনুষ্ঠিত হয়।