খোলা কলাম | তারিখঃ March 8th, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 574 বার

ছেলের শিক্ষকের কাছে লেখা আব্রাহাম লিংকনের চিঠি।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর ছেলের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখেন। ঐতিহাসিক সেই চিঠিটি তাদের বিশেষ ভাবে পড়া উচিত, যারা শিক্ষকতাকে তাচ্ছিল্য করার মতো ঔদ্ধত্যপূর্ন আচরন করেন। শিক্ষা যদি আপনার দৃষ্টিভঙ্গীর ইতিবাচক পরিবর্তন না আনতে পারে তবে, বলতেই হচ্ছে আপনি/আপনারা সুশিক্ষা পান নাই। বিনয় মানুষকে সব কিছু দিতে পারে, কেড়ে নেয় শুধু অহংকার আর আত্মগড়িমাকে। দলাদলি আর গলাগলির বর্তমানে যারা নিজেদের দায়িত্ব ভুলে গেছেন, ক্লাস রুমের চেয়েও দলীয় মিটিং মিছিল যাদের পেশার উন্নতির চাবিকাঠি এই চিঠিটা আমি তাদের কেও উৎসর্গ করতে চাই। ভুলে যাবেন না, প্রকৃ্তি ফাকিবাঁজদের কে ক্ষমা করে না। আজ অন্যরা হারাচ্ছে, কাল আপনি হারাবেন।
আশা করছি চিঠিটা সবার ভালো লাগবে। এই চিঠি বার বার পড়া যায়। তাই আগে কেউ পড়ে থাকলে আবারও পড়ে দেখতে পারেন।
মাননীয় মহাশয়,
আমার ছেলেকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার ছেলেকে অবশ্যই শেখাবেন-সব মানুষ ন্যায়পরায়ণ নয়, সব মানুষ সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, নেতা থাকে। তাকে শেখাবেন-৫টি ডলার কুড়িয়ে পাবার চেয়ে একটি উপার্জিত ডলার অনেক মূল্যবান। এও তাকে শেখাবেন-কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন, যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই এ কথা বুঝতে শেখে, যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন।
আমার ছেলেকে শেখাবেন, স্কুলে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া বেশি সম্মানজনক। নিজের প্রতি তার যেন আস্থা থাকে; এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন, ভদ্র লোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার ছেলে যেন এ শক্তি পায়, হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করে সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে শুধু ভালোটাই গ্রহণ করে- এ শিক্ষাও তাকে দেবেন।
সে যেন শেখে দু:খের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝেও লজ্জা নেই এ কথাও বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সে যেন সাবধান থাকে। আমার ছেলের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না। কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না জাগে, যেন থাকে তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন- যেন তার সুমহান আস্থা থাকে মানবজাতির প্রতি।
আপনার বিশ্বস্ত
আব্রাহাম লিংকন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply